ফোনে অতিরিক্ত চার্জ ঠেকাতে নতুন প্রযুক্তি

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২০, ১৭:১৯
অ- অ+

'অপটিমাইজড চার্জিং’ নামের নতুন ফিচার নিয়ে এল ওয়ানপ্লাস। এই ফিচারের ব্যবহার করলে অতিরিক্ত চার্জে ফোনের ব্যাটারির ক্ষতি হবে না। গত বছর বেটা ভার্সনে এই ফিচার দেখা গিয়েছিল। 'অপটিমাইজড চার্জিং’ এর ফলে ৮০ শতাংশের পরে ফোনের ব্যাটারি চার্জ হওয়া বন্ধ হবে। যে সময়ে নিয়মত চার্জিং বন্ধ হয় তার ১০০ মিনিট আগে আবার চার্জিং শুরু হবে। সাময়িকভাবে চার্জিং বন্ধ রেখে ফোনের ব্যাটারির আয়ু বাড়াতে সাহায্য করবে এই প্রযুক্তি।

ব্যাটারি মেনু থেকেই নতুন 'অপটিমাইজড চার্জিং’ ব্যবহার করা যাবে। কোম্পানি জানিয়েছে ফোনের ব্যাটারি ৮০ শতাংশ চার্জ হলে সাময়িকভাবে চার্জিং বন্ধ হয়ে যাবে। সারা রাত চার্জ করলেও ৮০ শতাংশ চার্জের পরে সাময়িকভাবে চার্জিং বন্ধ রাখা হবে। রোজ যে সময়ে ঘুম থেকে ওঠেন তার ১০০ মিনিট আগে আবার চার্জিং শুরু হবে। এর ফলে সকালে অ্যালার্ম বাজার সময় ১০০ শতাংশ চার্জ সহ ঘুম থেকে উঠতে পারবেন।

কয়েক সপ্তাহ ব্যবহারের পরে এই সময় আরও ভালো ভাবে কাজ করবে নতুন চার্জিং প্রযুক্তি।

গত মাসে ওয়ানপ্লাস ৭ আর ওয়ানপ্লাস ৭ প্রো ফোনে অক্সিজেন ওএস বেটা ভার্সানে প্রথম এই ফিচার দেখা গিয়েছিল। যদিও অন্যান্য ওয়ানপ্লাস ফোনে এই ফিচার পৌঁছবে কি না জানা যায়নি।

ওয়ানপ্লাস ৭ আর ওয়ানপ্লাস ৭ প্রো ফোনে অপটিমাইজড চার্জিং ব্যবহার করতে সেটিংস> ব্যাটারি বিভাগে যেতে হবে। এই অপশন অন হলে ব্যাটারি আইকনে তা দেখা যাবে।

অন করার পরে নোটিফিকেশন থেকেই এই অপশন বন্ধ করার অপশন দেখা যাবে। এই অপশন বন্ধ করলে সঙ্গে সঙ্গে আবার চার্জিং শুরু হয়ে যাবে।

ওয়ানপ্লাস ছাড়াও সম্প্রতি আসুস ও অ্যাপেল ইতিমধ্যেই একই ধরনের ব্যাটারি অপটিমাইজেশন ফিচার নিয়ে এসেছিল।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা