জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের তিন সদস্যকে বহিষ্কার

বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পাবনা জেলা আইনজীবী সমিতির তিন সদস্যকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সংগঠনটির সদস্য সচিব মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন পাবনা বারের আইনজীবী মলয় কুমার সাহা, নাজমুল হোসেন শাহীন ও মো. জাফর আলতাফ।
সংগঠনবিরোধী তৎপরতার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
বহিষ্কারসংক্রান্ত কপির অনুলিপি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সংগঠনের আহ্বায়ক খন্দকার মাহবুব হোসেনসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এআইএম/জেবি)

মন্তব্য করুন