দিনাজপুর স্বর্ণের দোকানে চুরি

দিনাজপুর ফুলবাড়ী পৌর বাজারের সবচেয়ে বড় স্বর্ণের দোকান ‘নকশা জুয়েলার্স’-এর সার্টার ভেঙে ২০ লাখ টাকার স্বর্ণ চুরি হয়েছে। এ সময় দোকানে ঢুকে সিসি ক্যামেরা বিকল করে চোরেরা।
ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার মধ্যরাতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী বাজার কালিবাড়ী রোডে নকশাঁ জুয়েলারিতে। চোরেরা তিনটি সিন্দুকের মধ্যে একটি সিন্দুকের দরজার তালা কেটে ২৭টি স্বর্ণের হার চুরি করে নিয়ে যায়।
নকশাঁ জুুয়েলারির মালিক আজিজুল ইসলাম জানান, বুধবার সকাল ৮টায় দোকান খুলতে এলে দোকানের সাটারের লক ও তালা কাটা পড়ে থাকতে দেখি। তিনটি সিন্দুকের মধ্যে একটি সিন্দুকের দরজা ভাঙা দেখতে পাই। এরপর থানায় ফোন দিলে পুলিশ আসে এবং সিন্দুক পুরোপুরি খোলা হয়। সেখানে থাকা ৩৫ ভরি ওজনের ২৭টি হার চুরি হয়, যার বর্তমান বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, চুরি হওয়ার ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে এসে চুরি যাওয়া সিন্দুক ও তার আশপাশের আলামত সংগ্রহ করি। দোকানের তিনটি সিন্দুকের মধ্যে দুইটি অক্ষত আছে।
(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/কেএম/এলএ)

মন্তব্য করুন