বুনো উৎযাপনে এক ম্যাচ নিষিদ্ধ রাবাদা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২০, ১১:২৭| আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১১:২৯
অ- অ+

আচরণবিধি ভেঙে আইসিসি’র নির্বাসনের মুখে পড়লেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা৷ সেন্ট জর্জেস পার্কে জো রুটের উইকেট নেওয়ার পর রাবাদার আগ্রাসী সেলিব্রেশন তাঁকে আইসিসি’র কাঠগড়ায় তোলে৷ ম্যাচ রেফারি তাঁকে দোষি সাব্যস্ত করায় এক ম্যাচের জন্য নির্বাসিত হতে হয় রাবাদাকে৷ যার অর্থ, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টে মাঠে নামতে পারবেন না তিনি৷

পোর্ট এলিজাবেথে তৃতীয় টেস্টের প্রথম দিনে ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে আউট করার পর তাঁর সামেন এসে আগ্রাসী ভঙ্গিতে সেলিব্রেট করতে দেখা যায় রাবাদাকে৷ বিষয়টি আইসিসি’র আচরণবিধি বিরোধী৷ আইসিসি’র কোড অফ কন্ডাক্টের ২.৫ ধারা অনুযায়ী রাবাদাকে লেভেল ওয়ান পর্যায়ে অপরাধী সাব্যস্ত করা হয়৷ এই ধারায় আন্তর্জতিক ম্যাচে ব্যাটসম্যানকে আউট করার পর বোলারদের কটুক্তি বা অপমানজনর অঙ্গভঙ্গি করা নিষেধ করা রয়েছে৷ ফলে রাবাদার ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়৷

গত ২৪ মাসে রাবাদার ডিসিপ্লিনারি রেকর্ডে এটি চতুর্থ ডিমেরিট পয়েন্ট যোগ হয়৷ ফলে তাঁকে একটি টেস্ট থেকে নির্বাসিত করে আইসিসি৷ ফিল্ড আম্পায়ারদের রিপোর্ট হাতে পাওয়ার পর ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট দিনের শেষে ডেকে পাঠান রাবাদাকে৷ তিনি নিজের দোষ স্বীকার করে নেওয়ায় ফর্ম্যাল হেয়ারিংয়ের প্রয়োজন হয়নি৷ নিয়ম অনুযায়ী ম্যাচ রেফারি তাঁকে নির্বাসনের কথা জানালে তিনি নিজের শাস্তিও মেনে নিয়েছেন৷

প্রথম দিনে জো রুটকে ফেরানো ছাড়াও রাবাদা তুলে নেন ব্রিটিশ ওপেনার ডম শিবলির উইকেটটিও৷ যদিও প্রাথমিক ধাক্কা সামলে ইংল্যান্ড পোর্ট এলিজাবেথে প্রথম দফায় বড় রানের ইনিংস গড়ে তোলে৷ ৯ উইকেটে ৪৯৯ রান তুলে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে৷ শতরান করেছেন বেন স্টোকস ও ওলি পোপ৷ স্টোকস ১২০ রান করে আউট হন৷ পোপ ১৩৫ রানে অপরাজিত থাকেন৷ ৫টি উইকেট নিয়েছেন কেশব মহারাজ৷

(ঢাকাটাইমস/১৮ জানুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অন্যের বাগানের আম চুরি করল ইউনাইটেড গ্রুপের মালিকরা, থানায় মামলা, গ্রেপ্তার ১
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক শনিবার
বিএনপি শুধু নির্বাচন নিয়ে কথা বললে বাংলাদেশ আশাহত হয়: সারজিস আলম
দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান আজ অস্থিতিশীল অবস্থায় রয়েছে: আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা