‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতেই পুলিশে যোগ দিয়েছি’

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২০, ১৮:৩৪
অ- অ+

‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতেই পুলিশে যোগ দিয়েছি। এ যুদ্ধ চলছে এবং চলবেই। শিক্ষা জীবনে মাদকের কারণে অনেক মেধাবী বন্ধুদের ধ্বংস হয়ে যেতে দেখেছি। তখন থেকেই পুলিশে আসার চিন্তা করেছি।’

সোমবার সকালে সিরাজগঞ্জের নবাগত পুলিশ সুপার হাসিবুল আলম কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি সবার উদ্দেশে বলেন, ‘মাদক বিক্রেতাদের সম্পর্কে সঠিক ও নিরপেক্ষ তথ্য দিন, কাজ করার দায়িত্ব আমার। যারা মাদক বিক্রি করবে, তাদের প্রতি আমরা নির্মম হব। পুলিশের কোনো কর্মকর্তা মাদকের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এছাড়া ইভটিজিংসহ নারীর প্রতি সহিংসতা রোধে কাজ করবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস প্রমুখ।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা