কিটো ডায়েট রেসিপি: চিকেন জালি কাবাব

ফিচার প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২০, ১০:৩৯| আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ১১:৪০
অ- অ+

কিটো ডায়েট কম কার্বোহাইড্রেট যুক্ত ডায়েট হিসেবেও পরিচিত। এর ফলে শরীরে জ্বালানি সৃষ্টির জন্য লিভারে কিটোন উৎপন্ন করা হয়। সাধারণত কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বেশি খেলে আপনার ওজন বৃদ্ধির সম্ভাবনা থেকে যায়। অন্যদিকে কিটো ডায়েট যে প্রক্রিয়ায় ফ্যাট থেকে জ্বালানি সৃষ্টি করে তাকে কিটোসিস বলা হয়। এই ডায়েটে প্রায় ৭০ ভাগ ফ্যাট গ্রহণ করা হয়। অন্যদিকে ২৫ ভাগ প্রোটিন আর ৫ ভাগ কার্বোহাইড্রেট থাকে।

যারা কিটো ডায়েট প্লান করেন তাদের জন্য এই রেসিপি সহায়ক ভূমিকা পালন করবে। ক্যালোরির পরিমাণ ৫০০-৬০০।

উপকরণ

মুরগি: ১০০ গ্রাম

ডিম: ২ টা

মাখন -3 টেবিল চামচ

ইসপগুল: ৩ টেবিল চামচ (যেমন আপনি চান তেমন)

লেবুর রস: ২ টেবিল চামচ

ম্যাগি নুডলস মশলা: ১ এসএমএল প্যাক

পেঁয়াজ: ৩০ গ্রাম (যদি আপনি চান)

সবুজ মরিচ: স্বাদ হিসাবে

প্রণালী

ধাপ-১

হাড়ছাড়া চিকেন কুচি

পেঁয়াজ কুচি

মরিচ কুচি

লবণ

১ টা ডিম

ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। পানিছাড়া।

ধাপ-২

ইসপগুল

ম্যাগি মশলা

সিরকা: ১ টেবিল চামচ

লেবুর রস মেরিনেট করে ৩০ মিনিট রেখে দিন। চাইলে সিরকা না দিয়ে শুধু লেবুর রস দিয়েও করতে পারেন।

ধাপ-৩

১ টা ডিম বাটিতে ফেটে নিতে হবে।

ধাপ-৪

হাতে নিয়ে কাবাব/টিকিয়া সেপ করুন। ডিমের পেস্টে ডুবিয়ে তারপর ফ্রাইংপ্যানে বাটার দিয়ে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতক্ষীরার জনগণের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যৎ থাকবো
আ.লীগ নিষিদ্ধের দাবিতে টানা অবস্থান ও বিক্ষোভ এনসিপিসহ বিভিন্ন দলের
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা