চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটামস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২০, ১৪:৪০
অ- অ+

চকলেট ও বিস্কুট খাওয়ানোর প্রলোভনে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম নাজিম বিশ্বাস।

মঙ্গলবার রাতে ফরিদপুরের বোয়ালমারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব কর্মকর্তা জানান, গত ৮ জানুয়ারি বোয়ালমারীর আমগ্রাম এলাকায় চার বছরের শিশুকে চকলেট-বিস্কুট খাওয়ানোর প্রলোভনে একটি ঘরে নিয়ে যান অভিযুক্ত নাজিম বিশ্বাস। সেখানে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার ও কান্নাকাটি শুরু করে। তার কান্নার শব্দে প্রতিবেশীরা এগিয়ে এলে নাজিম পালিয়ে যান। এ ঘটনার সুষ্ঠু বিচারের জন্য ভিকটিমের স্বজনরা স্থানীয় মাতুব্বরদের জানান। কিন্তু তাতেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি বিভিন্ন সময় ভুক্তভোগীর পরিবারকে বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছিল।

বিষয়টি র‌্যাবকে জানালে মঙ্গলবার রাতে স্থানীয় শুকুর মিয়ার ইটভাটার সামনে থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নাজিম ভিকটিমকে মারপিট করে গলাটিপে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার কথা স্বীকার করেছে।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
যশোরে দুর্বৃত্তের এসিড নিক্ষেপে একই পরিবারের ৩ জন দগ্ধ 
গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১৮ জন নিহত
মধুমতি নদীতে জেলেকে পিটিয়ে হত্যা, মামলার এজাহারনামীয় আসামি সানি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা