হারপিক পানে এমপিপুত্রের মৃত্যু

খুলনা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২০, ২২:৫২
অ- অ+

খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ছোট ছেলে অভিজিৎ চন্দ্র চন্দ (২৫) হারপিক পান করে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার রাত ১০টার দিকে স্কয়ার হাসপাতালের আইসিইউ বিভাগের চিকিৎসকরা এ বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হেলিকপ্টার যোগে বিকালে ঢাকায় নেয়া হয়।

পরিবার সূত্র জানিয়েছে, বেলা সাড়ে ১১টায় তাকে খুমেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তিনি খুলনার ডুমুরিয়ায় গ্রামের বাড়িতে বসেই সকালে হারপিক পান করেন। তবে কী কারণের তিনি হারপিক পান করেন, আত্মহত্যার চেষ্টা করেছেন তা জানা যায়নি।

এর আগেও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের মেয়ে জয়ন্তী রানী চন্দ ওরফে বেবি অস্বাভাবিক মৃত্যুবরণ করেন। তবে তার মৃত্যুর কারণও জানা যায়নি। শোনা গেছে, তিনিও বিষক্রিয়ায় মারা গিয়েছিলেন। এরপর সাবেক এ মন্ত্রীর জামাতা বাংলাদেশ ব্যাংকের ডিজিএম প্রভাষ কুমার দত্ত দুর্বত্তদের হাতে গুলিবিদ্ধ হয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা