ঢাবিতে নির্যাতনকারী ছাত্রলীগ নেতাদের বহিষ্কার দাবি

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২০, ১৩:৫৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী মুকিমসহ চার শিক্ষার্থীকে নির্যাতনকারী ছাত্রলীগ নেতাদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারসহ তিনদফা দাবিতে মানববন্ধন করেছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধনে তারা এই দাবি জানান।

মানববন্ধন থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উত্থাপিত শিক্ষার্থীদের দাবিগুলো হলো, নির্যাতনের সাথে সম্পৃক্তদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার, নিরাপদ ক্যাম্পাস যেখানে শিক্ষার্থীরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, আবাসিক হলগুলোতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং প্রথম বর্ষ থেকেই হলে সিট বরাদ্দ দেওয়া।

মানববন্ধনে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কবিতা বলেন, ‘আমাদের বন্ধু মুকিমসহ চারজন ছাত্রকে নিষ্ঠুরভাবে মারা হয়েছে। সে শিবির করে নাকি অন্য কোনো দল করে সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। তাকে মারার অধিকার কারো নেই। সে যদি কোনো অপরাধ করে তাহলে সেটার বিচারের বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে।’

আরেক শিক্ষার্থী ফারজানা মুন্নি বলেন, ‘আমরা আবরারের মতো আর কতজনকে হারালে আমাদের বিবেক জাগ্রত হবে! এ নির্যাতন কি শেষ হবে না? আমরা ক্যাম্পাসে কি কখনো নিরাপদ হবো না? আজকে আমাদের সহপাঠীকে মারছে, আগামীকাল আরেকজনকে মারবে, এভাবেই চলতে থাকবে যদি আমরা ঐক্যবদ্ধ না হই। প্রশাসনের কাছে বিচার দাবি করি এবং আগামীতে যেন এমন ঘটনা না ঘটে প্রশাসনকে সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে।'

ফুয়াদ হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, 'আমরা এখানে কারো বিরুদ্ধে কথা বলছি না, যারা এ সন্ত্রাসী কার্যক্রমে সম্পৃক্ত ছিল তাদের সুষ্ঠু বিচারের দাবিতে এসেছি। সত্যিকারের মুজিব আদর্শে যারা বিশ্বাস করে তারা কখনো সন্ত্রাসী হতে পারে না। কিন্তু হলের মধ্যে অমানবিক নির্যাতন করবে একজন শিক্ষার্থীকে সেটা তো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ হতে পারব না।'

নির্যাতিত শিক্ষার্থী মুকিম বলেন, 'প্রক্টরের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি। শুধু হল প্রভোস্ট তদন্ত কমিটির কথা আমাকে জানিয়েছেন। যতক্ষণ পর্যন্ত বিচার না পাচ্ছি আমি ততক্ষণ রাজুতে অবস্থান করব।'

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের চার শিক্ষার্থীকে শিবির সন্দেহে রাতভর নির্যাতন করেন হল ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তাদের হল প্রশাসনের সহয়তায় পুলিশের কাছে তুলে দেন তারা। তবে অভিযোগের সত্যতা না পেয়ে এদিন দুপুরেই শিক্ষার্থীদের ছেড়ে দেয় শাহবাগ থানা পুলিশ।

নির্যাতিত শিক্ষার্থীরা হলেন ট্যুরিজম অ্যান্ড হস‌পিটা‌লি‌টি ম্যা‌নেজ‌মেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুকিমুল হক চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সানোয়ারুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃ‌তি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিনহাজ উদ্দিন, আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফসার উদ্দিন।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এমআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

১২ বছর সাজাপ্রাপ্ত কুবির সেই ছাত্রলীগ নেতার জামিন

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের কর্মসূচি ঘোষণা

স্নাতক স্তরে বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর পরামর্শ ইউজিসির

আঞ্চলিক কেন্দ্রসমূহে আইসিটি ও ওয়ান স্টপ সার্ভিস সেন্টার বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত 

বেরোবিতে গাইবান্ধা জেলা সমিতির নেতৃত্বে মোশফিকুর-শাকিল

তাপপ্রবাহ: মাধ্যমিক স্কুল খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা

ইউআইটিএস-এ ইইই বিভাগের ৩৭তম ব্যাচের বিদায়ী সংবর্ধনা 

বিবিএ পড়াকালেই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসে ভর্তির সুযোগ পাবেন ঢাবি শিক্ষার্থীরা

নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে নজরুল জয়ন্তী

চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করার বিকল্প নেই : হাবিপ্রবি উপাচার্য

এই বিভাগের সব খবর

শিরোনাম :