পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিককে হত্যার চেষ্টা

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২০, ২১:১৯

ফেনীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে মামুন নামে স্টারলাইন ফুড প্রোডাক্টসের এক কর্মচারীকে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রেকটম ছিড়ে যাওয়া আহত ওই শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুরে স্টার লাইন ফুড প্রোডাক্টসে এ ঘটনা ঘটে।

আহত মামুনের বাড়ি নোয়াখালীর সুবর্ণচরের উত্তর বাগধারা গ্রামে। এ ঘটনায় তার সহকর্মী নোয়াখালীর সেনবাগ থানার গোপালপুর গ্রামের দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, কারখানার কর্মচারী দেলোয়ার হোসেন আরেক কর্মচারী মো. মামুনকে (১৮) পায়ুপথে বাতাস দিলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় মামুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, আটক দেলোয়ারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎক ডা. মোহাম্মদ মোশারফ হোসেন জানান, মামুনের পায়ুপথে জোরপূর্বক বাতাস দেয়ার কারণে তার পেটের ভেতরে রেকটম ছিঁড়ে যাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :