ভারী বর্ষণ ও ভূমিধস

৯৯ শহরে জরুরি অবস্থা, ব্রাজিলে নিহত ৫৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২০, ১০:৪০| আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১১:৪৭
অ- অ+

একটানা ভারী বর্ষণে বিপর্যস্ত ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। প্রবল ঝড়বৃষ্টিতে দক্ষিণ-পূর্ব ব্রাজিলে রবিবার পর্যন্ত ৫৩ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছে অনেকে। দেশটির ৯৯টি শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। খবর বার্তা সংস্থা এপির।

দেশটির মিনাস গেরিয়াস প্রদেশে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রতিবেশী প্রদেশ এসপিরিটো সান্তোতে নয় জনের মৃত্যু হয়েছে। স্থানীয় বিপর্যয় মোকাবেলা কর্মকর্তারা এ খবর দিয়েছেন। তারা জানিয়েছেন, এখনো ১৯ জন নিখোঁজ রয়েছেন। টানা ঝড়বৃষ্টি ও ভূমিধসে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ২০ হাজারের বেশি মানুষ।

মিনাস গেরিয়াস প্রদেশের রাজধানী বেলো হরিযন্তেতে বৃহস্পতিবার থেকে শুক্রবার ২৪ ঘণ্টায় ১৭১ মিলিমিটার (৬.৭ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে, যা দেশটির ১১০ বছরের মধ্যে সর্বোচ্চ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী দুদিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

স্টেট গভর্নর গুস্তাভো জেমা দেশটির ৯৯ শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এছাড়া যারা মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে তিন দিনের শোক ঘোষণা করেছেন তিনি। এসপিরিটো সান্তো কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সর্বোচ্চ সর্তক রয়েছে।

সুরক্ষার স্বার্থে প্রায় ২৫ হাজার মানুষকে পাঠানো হয়েছে অন্যত্র। গত দুদিনের এই প্রবল বিপর্যয়ে গৃহহীন হয়েছেন প্রায় ১৭ হাজার মানুষ। কিছু কিছু জায়গা ভূমিধসের জেরে যোগাযোগ ব্যবস্থাও স্তব্ধ হয়ে পড়েছে। ভেঙে পড়েছে প্রচুর বাড়ি।

সরকারি সূত্র জানিয়েছে, অতিরিক্ত বৃষ্টির জেরে উত্তর-পূর্ব ব্রাজিলের বেশিরভাগ নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। কিছু জায়গায় পানি জমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় প্রবল ঝড়ের ফলে ভেঙে পড়েছে প্রচুর গাছ। এর ফলে বন্ধ হয়েছে উত্তর-পূর্ব ব্রাজিলের সমস্ত হাইওয়ে। ভেঙে পড়েছে বেশ কয়েকটি ব্রিজও।

ঢাকা টাইমস/২৭জানুয়ারি/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা