ইডেন পার্কের ‘সবুজ চেয়ার’

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২০, ১৩:৫৯
অ- অ+

নিউজিল্যান্ডের অকল্যান্ডে ইডেন পার্ক ক্রিকেট স্টেডিয়াম অবস্থিত। ইডেন পার্কের গ্যালারিতে সব দর্শকাসনের রং ধূসর৷ তবে একটি মাত্র চেয়ারের রং সবুজ৷ ব্যবস্থাপণায় ত্রুটি নয়, বরং সচেতন সংশ্লিষ্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন চেয়ারটিকে আলাদা করে চিহ্নিত করেছে৷ বরং বলা ভালো বিশেষ একটি ঘটনার স্মারক হিসেবে ধূসরের মাঝে এই সবুজ চেয়ারটিকে বিশেষ এক ক্রিকেটারের নামে সংরক্ষিত করা হয়েছে৷

আসল কারণটা জেনে নেওয়া যাক৷ আসলে গ্র্যান্ট এলিয়টের একটি মূল্যবান ছক্কার জন্যই এই চেয়ারটিকে সবুজ রংয়ের করা হয়েছে৷ ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে যে ছক্কায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কিউয়িদের জয় এনে দিয়েছিলেন এলিয়ট, সেটি গ্যালারির ঠিক এই চেয়ারটিতে এসে পড়েছিল৷ এই ছক্কার সৌজন্যেই নিউজিল্যান্ড ৪০ বছরে ১১ বারের প্রচেষ্টায় প্রথমবার বিশ্বকাপের ফাইনালে ওঠে৷

জয়ের জন্য শেষ ২ বলে ৫ রান প্রয়োজন ছিল নিউজিল্যান্ডের৷ সেই অবস্থায় প্রোটিয়া স্পিড স্টার ডেল স্টেইনকে ছক্কা মেরে ম্যাচ জেতান এলিয়ট৷ তার পর থেকেই এই চেয়ারটি গ্র্যান্ট এলিয়ট সিট নামে সংরক্ষিত৷ চেয়ারটির ঠিক পিছনে একটি পোস্টারে বিষয়টির স্পষ্ট উল্লেখ রয়েছে৷

(ঢাকাটাইমস/২৭ জানুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদারীপুরে উচ্চ শব্দে হর্ন বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ১০
সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ
রংপুরে বাসচাপায় একই পরিবারের ৩ জন নিহত
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা