নাগরিকত্ব আইনের প্রতিবাদে ভারতে ৭০ লাখ মানুষের মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২০, ২১:১৫

ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) প্রতিবাদে কেরালা রাজ্যের প্রায় ৭০ লাখ মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গতকাল রোববার দেশটির প্রজাতন্ত্র দিবসে কেরালার উত্তরে কাছারগদ শহর থেকে তিরুবনন্তপুরম পর্যন্ত ৬২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে অংশগ্রহণ করে রাজ্যের জনগণ।

মানববন্ধনের আয়োজন করে কেরালার ক্ষমতাসীন দল লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিএফ)।

এর আগে কেরালায় সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরের বিরুদ্ধে বিধানসভায় নাগরিকত্ব বিলের প্রতিবাদে প্রস্তাব পাস হয়।

মানববন্ধনে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নসহ লাখো মানুষ অংশগ্রহণ করেন।

পিনারাই বিজয়ন বলেন, ‘যাঁরা এই মানববন্ধনে অংশ নিয়েছেন, তাঁদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। থেমে থাকা বা নীরব থাকার সময় এটি নয়। আমাদের সংবিধান পরিবর্তনের সব চেষ্টা প্রতিহত করতে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে।’

সর্বশেষ ২০১৬ সালের ২৯ ডিসেম্বর নৈরাজ্যের প্রতিবাদে এমন মানববন্ধনের আয়োজন করেছিল এলডিএফ।

মানববন্ধনে অংশ নেওয়া উল্লাস নামের এক তরুণ বলেন, ‘সংবিধানের জন্য ও সংবিধান সুরক্ষার জন্য আমি এখানে এসেছি। কেউ যদি সংবিধান পরিবর্তনের চেষ্টা করে, আমরা কঠোর হাতে তা প্রতিহত করব।’

অভিনেত্রী সংগীতা মোহন বলেন, ‘জাত, ধর্মবিশ্বাস বা ধর্মের ভিত্তিতে যাদের অবজ্ঞা করা হচ্ছে, আমি বিশ্বাস করি, তাদের পাশে দাঁড়ানো আমরা দায়িত্ব। এই আমাদের ভারত এবং আমি সবার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।’

হিজাব পরা এক মুসলিম নারী বলেন, ‘আমরা এখানে রাজনীতির জন্য আসিনি। কোনো দলের কথা বলতে আসেনি। ভারতেই আমরা বাঁচব এবং মরব।’

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ‘বিপজ্জনক পদক্ষেপ’: হামাস

চার বছর ধরে বিয়ের সানাই বাজে না ভারতের যে গ্রামে, কারণটাও জানুন

রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলি বাহিনীর

মন্ত্রীর পিএসের কাজের লোকের বাড়িতে মিলল ২০ কোটি রুপি

পাঁচ বছর পর ইউরোপ সফরে চীনা প্রেসিডেন্ট

ইসরায়েলে আল জাজিরার সম্প্রচার অফিসে অভিযান, সরঞ্জাম জব্দ

হামাসের রকেট হামলায় ৩ সেনা নিহত, কেরেম শালোম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল

ইসরায়েলে আলজাজিরা বন্ধে নেতানিয়াহু মন্ত্রিসভার সম্মতি

মাদক খাইয়ে অস্ট্রেলিয়ার নারী এমপিকে যৌন হেনস্তা

ইরানের বৈদেশিক বাণিজ্য ৪৮ শতাংশ বেড়েছে

এই বিভাগের সব খবর

শিরোনাম :