রাজশাহীতে কাউন্সিলরের গ্যারেজ থেকে যুবকের লাশ উদ্ধার

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২০, ২০:৫২
অ- অ+

রাজশাহী সিটি করপোরেশনের সংরক্ষিত নারী ওয়ার্ডের এক কাউন্সিলরের মালিকানাধীন একটি অটোরিকশার গ্যারেজ থেকে সুজন আলী (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ দেয়ার এই গ্যারেজটি রাজশাহী নগরীর ফুলতলা এলাকায়।

মঙ্গলবার গ্যারেজের ভেতর থেকেই লাশটি উদ্ধার করে পুলিশ। গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশটি ঝুলছিল। নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাশটি ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ওসি বলেন, গ্যারেজ মালিক দাবি করেছেন, সবার অগোচরে গ্যারেজে এসে সুজন আত্মহত্যা করেছেন। ফুলতলা এলাকাতেই সুজনের বাড়ি।

ওসি বলেন, সুজন অটোরিকশা চালাতেন না। তারপরেও কেন গ্যারেজে গিয়েছিলেন সেটি তদন্ত করা হচ্ছে। আর ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। এ নিয়ে আপাতত থানায় একটি অপৃমৃত্যুর মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

ঢাকাটাইমস/২৮জানুয়ারি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা