পদ্মশ্রী বিতর্ক: মুখ খুলেছেন আদনান সামি

বিনোদন ডেস্ক
| আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ১১:৫৬ | প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২০, ১১:৪৭

পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত হওয়ার পর থেকেই পাকিস্তানি বংশোদ্ভূত বলিউড গায়ক আদনান সামিকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। পাকিস্তানি সেনার সন্তান হওয়া সত্ত্বেও কেন তাকে ‘পদ্মশ্রী’ পদকের জন্য বাছা হল, তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে উড়ে আসছে মন্তব্য। তার ‘পদ্মশ্রী’ পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়ও।

এ ঘটনায় শুরু থেকে চুপ থাকলেও অবশেষে মুখ খুললেন আদনান সামি। তার দাবি, ‘যারা আমার বিরুদ্ধে বিতর্ক ছড়াচ্ছেন তারা তুচ্ছ রাজনীতিবিদ। নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যই এসব করে বেড়াচ্ছেন। তাদের ‘পলিটিকাল অ্যাজেন্ডা’ রয়েছে। আমি কোনো নেতা নই, শিল্পী। যারা সমালোচনা করছেন, তাদের ভারত সরকারের সঙ্গে ব্যক্তিগত সমস্যা রয়েছে। আমার পদ্মশ্রী পাওয়ার ঘটনাকে তারা ব্যবহার করছেন।’

গত শনিবার পদ্মশ্রী পুরস্কারের জন্য নাম ঘোষণা করা হয় গায়ক আদনান সামির। এর পরই কংগ্রেসের মুখপাত্র জয়বীর শেরগিল টুইটারে এক ভিডিও বার্তায় প্রশ্ন তোলেন, ‘পাকিস্তানি বায়ুসেনার সন্তানকে কেন এত বড় সম্মান দেয়া হল? সরকারের চামচাগিরি করেছেন বলেই কি তাকে এতবড় সম্মান? পদ্মশ্রী পেতে কি করতে হয়? সমাজের ভালো নাকি সরকারের গুণগান?’

ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :