infostation welcome Banner

জবিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু শুক্রবার

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫০
অ- অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রসায়ন বিভাগের উদ্যোগে ‘কেমিস্ট্রি ফর হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার’ সেøাগানে দুই দিনব্যাপী সম্মেলন শুরু হচ্ছে শুক্রবার। ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন রিসেন্ট অ্যাডভান্সেস ইন কেমিস্ট্রি (আইসিআরএসি)’ শীর্ষক সম্মেলন সকাল সাড়ে ৯টায় শুরু হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আল সম্মেলনে সভাপতিত্ব করবেন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ রসায়ন সমিতির প্রেসিডেন্ট মো. আবুল করিম উপস্থিত থাকবেন। এতে স্বাগত বক্তব্য দেবেন সম্মেলন কমিটির সাংগঠনিক সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল হক।

এই সম্মেলনে ভারত, নেপাল, সৌদি আরব, জাপান এবং যুক্তরাজ্যের গবেষকসহ বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের শতাধিক গবেষক ও শিক্ষক অংশ নেবেন।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/আইএইচ/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাগরের উত্তাল ঢেউয়ে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভাঙন
শুক্রবার গাজায় আরও ৮৯ নিহত, মোট মৃত্যু দাঁড়াল ৫৯ হাজার ৬৭৬
দেশে ভাইরাস জ্বরের প্রকোপ, প্রতিরোধের উপায়
গভীর নিম্নচাপে প্লাবিত উপকূল, ১৬ জেলায় জলোচ্ছ্বাস ও ভারী বর্ষণের শঙ্কা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা