হাইওয়ে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৬

নাটোরের সিংড়ার মহাসড়কে তিন চাকার যানবাহন বা থ্রি-হুইলার আটকের ঘটনা নিয়ে কামরুজ্জামান নামে এক হাইওয়ে পুলিশের কনস্টেবলকে মারধর করেছেন স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা চালক ও শ্রমিকরা। রবিবার সকাল সাড়ে ১১টায় সিংড়ার বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় আটক একটি তিন চাকার সিএনজি ছিনিয়ে নেয়া হয়। পরে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন দুই শতাধিক সিএনজিচালিত অটোরিকশা চালক ও শ্রমিক।

সিংড়া থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কে তিন চাকার যানবাহন বা থ্রি-হুইলার চলাচল বন্ধে সিংড়ার জোলারবাতা-বাঁশের ব্রিজ এলাকায় অভিযান চালায় হাইওয়ে পুলিশ। এ সময় অবৈধ চারটি থ্রি-হুইলার (সিএনজি) আটক করা হয়। পরে আটক একটি অটোরিকশা নাটোরের দিকে নিয়ে যাওয়ার সময় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় গতিরোধ করে অন্যান্য চালক ও স্থানীয় শ্রমিকরা। এবং কামরুজ্জামান নামে এক হাইওয়ে পুলিশের কনস্টেবলকে ধাওয়া দিয়ে মারধর করা হয়। ছিনিয়ে নেয়া হয় আটক অটোরিকশা। এসময় হাইওয়ে পুলিশের বিরুদ্ধে অভিযানের নামে হয়রানির অভিযোগ এনে মহাসড়ক অবরোধের চেষ্টা করে স্থানীয় দুই শতাধিক সিএনজি চালক ও শ্রমিকরা। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :