মেয়াদ শেষ হলেও প্রকাশ হয়নি তদন্ত প্রতিবেদন

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৭

মৌলভীবাজার জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে গঠিত পৃথক দু’টি তদন্ত কমিটির সময় শেষ হলেও তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি। কমিটি দু’টির রিপোর্ট ও সুপারিশ দেয়ার কথা ছিল সাত কর্মদিবসের মধ্যে। মৌলভীবাজার পৌর শহরের সেন্ট্রাল রোডের পিংকি সু স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজনসহ পাঁচজন পুড়ে মারা যাওয়ার ঘটনায় এ দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা হাকিম তানিয়া রহমান জানান, জেলা প্রশাসক বাইরে থাকায় সময়মত প্রতিবেদন প্রকাশ করা যায়নি। প্রতিবেদন প্রস্তুত রয়েছে দু-একদিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানান তিনি।

কি কারণে আগুন লেগেছিল জানতে চাইলে তিনি বলেন, ‘বিদ্যুৎ শট সার্কিট থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে।

এ বিষয়ে কথা বলার জন্য পৌর কমিটির আহ্বায়ক কমিশনার জালাল আহমেদের মুঠোফোনে একাধিকবার কল দিলেও বন্ধ পাওয়া যায়।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :