মেসি জাদুতে বার্সার নাটকীয় জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২৬
অ- অ+

লিওনেল মেসির দাপটে রিয়াল বেটিসের বিরুদ্ধে দু’বার পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে নাটকীয় জয় তুলে নিল বার্সেলোনা। তিনটি গোলের নেপথ্যেই মেসি।

রবিবার রাতে ম্যাচের শুরুতেই বিপর্যয় নেমে আসে বার্সেলোনা শিবিরে। ঘরের মাঠে পেনাল্টি থেকে গোল করে রিয়াল বেটিসকে এগিয়ে দেন সের্খিয়ো কানালেস। তিন মিনিটের মধ্যেই মেসির দুরন্ত পাস থেকে সমতা ফেরান ফ্রেঙ্কি দে ইয়ং। কিন্তু ২৬ মিনিটে ফের রিয়াল বেটিস এগিয়ে যায় নাবিল ফেকিয়ার গোলে। প্রথমার্ধের সংযুক্ত সময়ে বার্সার হয়ে সমতা ফেরান সের্খিয়ো বুস্কেটস। এবারও নেপথ্যে মেসি। ৭২ মিনিটে আর্জেন্টিনা অধিনায়কের দুরন্ত পাস থেকেই গোল করে ৩-২ করেন ক্লেমঁ লংগ্লে। এর পরেই উত্তপ্ত হতে শুরু করে মাঠের আবহ। সংঘর্ষে জড়িয়ে পড়েন দু’দলের ফুটবলারেরা।

৭৮ মিনিটে লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড) দেখে মাঠ ছাড়েন নাবিল। তিন মিনিট পরে ক্লেমঁ-ও লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড) দেখে বেরিয়ে যান। রুদ্ধশ্বাস ম্যাচে রিয়াল বেটিসকে হারিয়ে ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রয়েছে বার্সেলোনা। সমসংখ্যক ম্যাচ খেলে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

(ঢাকাটাইমস/১১ ফেব্রুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা