আশুলিয়ায় আগুনে পুড়ল ঝুট গোডাউন

নিজস্ব প্রতিবেদক, সাভার
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৬
অ- অ+

সাভারের আশুলিয়ায় একটি ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে গেছে গোডাউনে থাকা সমস্ত ঝুট।

শনিবার বেলা পৌনে ১২টার দিকে আশুলিয়ার আহাদনগর এলাকায় হাজী আব্দুল মালেকের মালিকানাধীন ওই ঝুট গোডাউনে এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ঝুট গোডাউনে খবর শুনে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে এক ঘণ্টার চেষ্টায় বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তবে ততক্ষণে গোডাউনে থাকা সমস্ত ঝুট পুড়ে যায়।

ডিইডিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ১৫০ বর্গফুটের টিনশেডে ঝুট গোডাউনটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নেভাতে তাদের বেগ পেতে হয়। তবে আগুন আশপাশের দোকান ও স্থাপনাতে ছড়ানোর আগেই তা নিয়ন্ত্রণে সক্ষম হন তারা। প্রাথমিকভাবে আগুনের কারণ ও সূত্রপাত জানাতে পারেননি তিনি।

ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা