ট্যাক্সহীন মোবাইল: ভৈরবে পাঁচ দোকানিকে জরিমানা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২২
অ- অ+

শুল্কফাঁকি দিয়ে আনা মোবাইল ও ট্যাব বিক্রির অভিযোগে কিশোরগঞ্জের ভৈরবে ইয়াকুব সুপার মার্কেটের পাঁচ দোকানিকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪৭ টি অবৈধ মোবাইল ও ট্যাব জব্দ করা হয়। পরে এসব আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার বিকালে বিটিআরসির ঢাকার উপ-পরিচালক এসএম গোলাম সারোয়ারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খিসা উপস্থিত থেকে এ জরিমানা করেন।

জরিমানাকৃত দোকানগুলোর মধ্যে লিটন মোবাইল স্টোরকে ২০ হাজার, নীলা মোবাইল স্টোরকে ৫ হাজার, হিমু মোবাইল ঘরকে ৩০ হাজার, রাইটা মোবাইল স্টোরকে ১০ হাজার ও রাসেল মোবাইল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিটিআরসির উপ-পরিচালক এস এম গোলাম মোস্তফা জানান, দোকানগুলিতে অবৈধ মোবাইল পাওয়া গেছে। এসব মোবাইলের আইএমই নম্বর নকল যা সরকারকে ট্যাক্স না দিয়ে অবৈধভাবে দেশে আনা হয়। এ কারণে এসব মোবাইল ও টেব জব্দ করে আগুনে ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান সারাদেশে নিয়মিত চলবে বলে তিনি জানান।

ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/পিএল/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের: নাছির
ষড়যন্ত্র করে নির্বাচন আটকানো যাবে না, রাজপথেই নির্বাচন আদায় করব: সপু
দেশবাসী প্রস্তুতি নেন, গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা