নন্দীগ্রামে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২৩:০১
অ- অ+

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির এক ছাত্রী। সে উপজেলার সদর ইউনিয়নের দলগাছা গ্রামের হারেজ উদ্দিনের মেয়ে ও ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সোমবার রাতে দলগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে স্কুলছাত্রীর (১৪) সঙ্গে পার্শ্ববর্তী কল্যাণনগর গ্রামের আরমান আলীর (২২) বিয়ের আয়োজন চলছিল। এমন সংবাদ পেয়ে ইউএনও শারমিন আখতার পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়। এরপর নিমেষেই বদলে যায় বিয়ে বাড়ির চিত্র।

মঙ্গলবার বিকালে ইউএনও শারমিন আখতারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বাল্যবিয়ের খবর পেয়ে অভিযান চালানো হয়। এবং উপস্থিত সবাইকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে জানানো হয়। পরে মেয়ের বাবা তার মেয়েকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে মুচলেকা দেন।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা