জার্মানিতে সিসা বারে বন্দুকধারীর গুলি, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৫| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১১:১০
অ- অ+

জার্মানির পশ্চিমাঞ্চলীয় হ্যানাউ শহরে দুটি সিসা বারে বন্দুকধারীদের গুলি চালানোর দুটি ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ৫ জন আহত হয়েছেন।

বুধবার স্থানীয় সময় রাত দশটা এবং বাংলাদেশ সময় রাত তিনটার দিকে নির্বিচারে এ গুলির ঘটনা ঘটে।

পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারীরা পালিয়ে গেছে। তাদেরকে খোঁজা হচ্ছে।

প্রথম ঘটনাটি ঘটে শহরের কেন্দ্রস্থলের একটি বারে। আর দ্বিতীয় ঘটনাটি ঘটে শহরতলীতে। দুটি এলাকাতেই পুলিশের হেলিকপ্টার টহল দিচ্ছে। দুটি হামলার জন্যই একই হামলাকারীদের সন্দেহ করা হচ্ছে। খবর বিবিসির।

প্রথম বারটিতে গুলি চালিয়ে ৩ জনকে হত্যা করার পর হামলাকারীরা অ্যারেনা বার অ্যান্ড ক্যাফেতে গিয়ে আরো ৫ জনকে হত্যা করে বলে একটি আঞ্চলিক সম্প্রচার সংস্থা জানিয়েছে। এসব হামলার পর একটি কালো রঙের গাড়ি ঘটনাস্থল ত্যাগ করে। হামলার উদ্দেশ্য পরিষ্কার নয় বলে জানিয়েছে পুলিশ।

চারদিন আগে বার্লিনে একটি তুর্কি কমেডি শোয়ের ভেন্যুর কাছে আরেকটি হামলার ঘটনা ঘটেছিল। বন্দুকধারীদের ওই হামলায় একজনের মৃত্যু হয়েছিল।

ঢাকা টাইমস/২০ফেব্রুয়ারি/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা