ফুটবল মাঠের গ্যালারিতে রণবীরের সঙ্গে আলিয়া

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৫| আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৭
অ- অ+

ফুটবল ম্যাচের গ্যালারিতে এক ফ্রেমে ধরা দিলেন রণবীর-আলিয়া৷ শুক্রবার আইএসএলে মুম্বাই সিটি ও চেন্নাই এফসি ম্যাচ দেখেন বলিউডের এই অন-স্ক্রিন জুটি৷ চলতি বছরের শেষে অফ-স্ক্রিনেও জুটি বাঁধতে চলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট৷

আইএসএলে মুম্বই সিটির অন্যতম মালিক রণবীর কাপুর৷ এদিন তাঁর হবু স্ত্রী’কে নিয়ে মাঠের মাঝেই নেমে পড়েন বলি তারকা৷ মুম্বাই সিটির জার্সি পড়ে ফুটবলারদের চিয়ার-আপ করতে দেখা গেল এই বলি জুটিকে৷ যদিও ম্যাচ হেরে মুড অফ করে মাঠ ছাড়তে হয় রণবীর ও আলিকা৷ কারণ ঘরের মাঠে চেন্নাই সিটির কাছে হারে মুম্বাই সিটি৷

অফ-স্ক্রিনে জুটি বাঁধার আগে অন-স্ক্রিনে জুটি বাঁধতে চলেছেন রণবীর ও আলিয়া৷ চলতি বছর মুক্তি পেতে চলেছে রণবীর-আলিয়া অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’৷ অয়ন মুখোপাধ্যায়ের নির্দেশনায় রণবীর ও আলিয়া ছাড়াও অভিনয় করেছেন ‘বিগ বি’ অমিতাভ বচ্চন, মৌনি রয় এবং নাগার্জুনা৷ ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাওয়ার পরই চারহাত এক হবে রণবীর ও আলিয়ার৷

চলতি বছর ডিসেম্বরে অফ-স্ক্রিনে জুটি বাঁধবেন কাপুর ও ভাট পরিবারের এই দুই সদস্য৷ দু’জনের সম্পর্ক নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল৷ অবশেষে তা স্বীকার করে নেন রণবীর৷ আলিয়াকে সেই জীবন সঙ্গীনি হিসেবে বেঁছে নিয়েছেন বলে জানান ঋষি কাপুরের পুত্র৷ ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং থেকেই ভালোলাগা প্রেম পরিণত হয় রণবীর ও আলিয়ার৷

সম্প্রতি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আলিয়া ভাটকে তার বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এই মুহূর্তে যে গুজব বেশি চলছে তার ধারণা আমার নেই৷ আমার তো মনে হয়, প্রতি তিন সপ্তাহ পরপর রণবীরের সঙ্গে আমার বিয়ের তারিখটাও পালটে যায়৷ আমি অবশ্য এই পুরো ব্যাপারটা দারুণ উপভোগ করছি৷’

ঢাকা টাইমস/২২ফেব্রুয়ারি/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা