সাভারে হিজড়াকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, সাভার
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৪
অ- অ+

সাভারে পূর্ব শত্রুতার জেরে আপন (৩০) নামে তৃতীয় লিঙ্গের (হিজড়া) এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হিজড়া সম্প্রদায়ের অন্য দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকালে হত্যা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাকারিয়া হোসেন।

এর আগে রবিবার গভীর রাতে সাভার পৌর এলাকার রেডিও কলোনি মহল্লার হাফিজুর রহমানের বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহত আপনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এছাড়া হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে একই এলাকা থেকে হিজড়া সদস্য মাইশা ও মোহাম্মদ আলীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে আপন নামে ওই হিজড়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই হিজড়াকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
এরশাদের স্মরণসভায় ঐক্যবদ্ধ জাপার ঘোষণা পাঁচ অংশের শীর্ষ নেতাদের
নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না: মোস্তফা জামান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা