একই দলে খেলবেন মেসি-রোনালদো!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৮
অ- অ+

ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহ্যাম। মেসি-রোনালদো যুগের অনেক আগে রাজত্ব করে গেছেন ফুটবলবিশ্বে। এবার তিনি হাতে নিয়েছেন প্রায় অসম্ভব এক উদ্যোগ। রিয়াল মাদ্রিদ করতে পারেনি। বার্সেলোনাও ব্যর্থ হয়েছে। আর বাকি ক্লাব তো ভাবনা চিন্তা স্তরেই আটকে গিয়েছে। মেসি-রোনালদোকে একসঙ্গে খেলানোর মত অকল্পনীয় পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চান এবার ডেভিড বেকহ্যাম স্বয়ং।

আগামী মৌসুম থেকে মেজর সকার লিগে আত্মপ্রকাশ করবে বেকহ্যামের ক্লাব ইন্টার মিয়ামি। নতুন দলের জন্য ব্লকবাস্টার ফুটবলার চাইছেন বেকহ্যাম। সেখানেই উঠে এসেছে মেসি আর রোনালদোর নাম। দুজনের সঙ্গেই দারুণ সম্পর্ক সাবেক এই ইংলিশ মহাতারকার। সেটাকে কাজে লাগিয়েই আমেরিকায় বিশ্ব ফুটবলের দুই তারকাকে নিয়ে আসতে চান সাবেক ইংলিশ অধিনায়ক।

বর্তমানে ফুটবল বিশ্বের অনেক তারকাই ক্যারিয়ারের শেষদিকে গিয়ে মেজর লিগ সকারকে বেছে নিচ্ছেন। সেই পথেই রোনালদো-মেসিকে আনতে চায় বেকহ্যামের ক্লাব। ক্যারিয়ারে রোনালদো চ্যালেঞ্জ নিতে বরাবরই ভালবাসেন। ৩৫ বছরের রোনালদো যেমন রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে গিয়েছেন, তেমনই জুভেন্টাস ছেড়ে ইন্টার মিয়ামিতে যেতেই পারেন। তবে ৩২ বছরের মেসিকে বার্সা থেকে আনা কঠিন হতে পারে বেকহ্যামের ক্লাবের। কাজটা কঠিন হলেও চেষ্টা করতে বেকহ্যামের কোনো আপত্তি নেই।

(ঢাকাটাইমস/২৬ ফেব্রুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা