স্মিথের কাছে এক নম্বর জায়গা হারালেন কোহলি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৫
অ- অ+

আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে নেমে গেলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তাঁর জায়গায় এক নম্বরে উঠে এলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ।

বেসিন রিজার্ভের প্রথম টেস্ট ব্যাট হাতে ব্যর্থ কোহলি। প্রাণবন্ত উইকেটে প্রথম ইনিংসে মাত্র ২ রান করেন ভারতীয় অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে ৪৩ বলে মাত্র ১৯ রান করেন কোহলি। রান করতে না পারার প্রভাব পড়ে আইসিসির র‌্যাঙ্কিংয়ে।

পাঁচ পয়েন্ট কমে যায় কোহলির। সদ্য প্রকাশিত আইসিসি র‌্যাঙ্কিংয়ে ৯০৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে এখন ভারতীয় অধিনায়ক। কোহলির থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে এক নম্বরে স্মিথ।

কোহলি ছাড়া টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা দশের মধ্যে রয়েছেন ভারতের তিন তারকা। ৭৬০ পয়েন্ট নিয়ে অজিঙ্কা রাহানে আট নম্বর জায়গায় রয়েছেন। রাহানের থেকে তিন পয়েন্টে পিছিয়ে রয়েছেন চেতেশ্বর পূজারা। ৭৫৭ পয়েন্ট পেয়ে ৯ নম্বরে তিনি।

মায়াঙ্ক আগরওয়াল ৭২৭ পয়েন্ট নিয়ে দশ নম্বরে রয়েছেন। কোহলির ঠিক পরেই নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। অজি তারকা মারনাস লাবুশানে র‌্যাঙ্কিংয়ে চার নম্বরে। পাকিস্তানের বাবর আজম পাঁচ নম্বর স্থান দখল করেছেন।

(ঢাকাটাইমস/২৬ ফেব্রুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা