আবার কাছাকাছি সিদ্ধার্থ-শেহনাজ

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৮
অ- অ+

সালমান খান সঞ্চালিত জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’-এর ১৩তম আসর শেষ। বিজয়ীর ট্রফি হাতে বাড়ি ফিরেছেন সিদ্ধার্থ শুক্লা। শো চলাকালীন অন্যতম দুই প্রতিযোগী সিদ্ধার্থ এবং শেহনাজ গিল ছিলেন সবচেয়ে জনপ্রিয় জুটি। এমনকী তাদের নামের হ্যাশট্যাগটিও খুব জনপ্রিয় হয়েছিল টুইটারে।

সম্প্রতি মুম্বাইয়ের একটি স্টুডিওতে আবার একসঙ্গে দেখা গেল সিদ্ধার্থ এবং শেহনাজকে। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে শেহনাজ লিখেন, ‘রিইউনিয়ন’। ‘মুঝসে শাদি করোগে’ অনুষ্ঠানের একটি এপিসোডের জন্যই মুম্বাইয়ের ওই স্টুডিওতে শ্যুটিং করতে গিয়েছিলেন তারা।

শেহনাজের সেই পোস্টটি পরে সিদ্ধার্থও তার ইনস্টাগ্রামে শেয়ার করেন। ‘বিগ বস ১৩’-এর সিজন চলাকালীন শেহনাজ স্বীকার করেছিলেন, ‘বালিকা বধূ’ সিরিয়ালের অভিনেতা সিদ্ধার্থকে তার দারুণ পছন্দ। সিদ্ধার্থকে নাকি ভালোবাসেন তিনি।

এরপর ‘বিগ বস’ শোয়ের জন্য জুটি বাঁধেন তারা। এই বাড়িতেই গড়ে ওঠে তাদের সখ্যতা। ‘মুঝসে সাদি করোগে’ অনুষ্ঠানের প্রথম এপিসোডেও দেখা যাবে তাদের। এখানে শেহনাজ গিল এবং সিদ্ধার্থ শুক্লাকে দেখা যাবে তাদের উপযুক্ত সঙ্গী খুঁজতে।

ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা