নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে ভারত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৫
অ- অ+

বিশ্বকাপে বিরাটদের হারের বদলা নিলেন হরমনপ্রীতরা! নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় নারী ক্রিকেট দল৷ ম্যাচের সেরা ১৬ বছরের শেফালি ভার্মা৷

গত বছর পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল কোহলি অ্যান্ড কোং৷ সেই সঙ্গে বিশ্বকাপের শেষ হয়েছিল ভারতের যাত্রা৷ কিন্তু বৃহস্পতিবার মেলবোর্নে নিউজিল্যান্ডকে হারিয়ে নারীদের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল ভারতীয় নারী ক্রিকেট দল৷ গ্রুপে প্রথম তিন ম্যাচ জিতে প্রথম দল হিসেবে শেষ চারে জায়গা করে নিলো হরমনপ্রীতরা।

প্রথম ম্যাচে চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, তারপর বাংলাদেশ এবং নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ চারের জায়গা নিশ্চিত করে ভারত৷ মাত্র ১৩৩ রানের টার্গেট দিয়েও নিউজিল্যান্ডকে বেঁধে রাখতে সক্ষম ভারতীয় বোলাররা৷ ১৩৪ রান তাড়া করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৯ রানে থেমে যায় কিউই ইনিংস৷

এদিন মেলবোর্নে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড৷ এই ম্যাচেও ব্যাট হাতে দুরন্ত শেফালি৷ কিউই বোলারদের বিরুদ্ধে একাই দলকে টানেন এই বছর ষোলোর কিশোরী৷ ৩৪ বলে ৩টি ছক্কা ও ৪টি বাউন্ডারির সাহায্যে ৪৬ রানের ইনিংস খেলেন শেফালি৷

এদিন ভারতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি৷ ব্যক্তিগত ১১ রানে স্মৃতি মন্ধনা ডাগ-আউটে ফিরে যান৷ তারপর তানিয়া ভাটিয়া ২৩ রান করলেও মিডল-অর্ডারে ধস নামে৷ ৯৫ রানে পাঁচ উইকেট হারায় ভারত৷ কিন্তু সেখান থেকে ভারতীয় স্কোরকে ১৩৩ রানে পৌঁছতে বড় ভূমিকা নেন শেফালি ও রাধা যাদব৷ শেষ দিকে ৯ বলে একটি ছাক্ক-সহ ১৪ রান করেন রাধা৷ রান পাননি ক্যাপ্টেন হরমনপ্রীতও৷ মাত্র ১ রান করে ডাগ-আউটে ফেরেন তিনি৷

(ঢাকাটাইমস/২৭ ফেব্রুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যত ত্যাগী নেতাই হোক, অন্যায় করলে বিএনপির কাউকে ছাড় দেওয়া হবে না: তেনজিং 
ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু 
রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ উদ্ধোধন করলেন ধর্ম উপদেষ্টা 
আমার ভাইয়ের হত্যার বিচার এখনো পাই নাই: রমজান আলী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা