মাদক কারবারির অভিযোগে ত্রিশালে ছাত্রলীগ নেতা বহিষ্কার

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৬
অ- অ+

ময়মনসিংহের ত্রিশালের মঠবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মনিরুল ইসলাম রুবেলকে ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার অভিযুক্ত রুবেলকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম রুবেলের অপরাধ তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে উপজেলা ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসান মাহমুদ জানান, ব্যক্তিগত প্রতিহিংসায় একটি মহল উপজেলা ছাত্রলীগের নামে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করছে।

এছাড়াও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনে প্রচারিত বিভ্রান্তিকর মিথ্যা ও বানোয়াট সংবাদের নিন্দা জানান।

গত ২০ ফেব্রুয়ারি রাতে গোপন সূত্রে রাজধানী ঢাকার উত্তরা হাউজবিল্ডিং এলাকায় মনিরুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ ঘটনায় রুবেলের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করেছে ডিবি পুলিশ।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এরশাদের স্মরণসভায় ঐক্যবদ্ধ জাপার ঘোষণা পাঁচ অংশের শীর্ষ নেতাদের
নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না: মোস্তফা জামান 
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু 
ভোটার হতে আবেদন করেছেন ৪৭৭১৩ প্রবাসী: এনআইডি ডিজি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা