রোমে পিঠা উৎসব

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৫
অ- অ+

বাংলা কৃষ্টি ও সংস্কৃতিকে লালন ও ধারণ করার প্রত্যয়ে ইতালিতে মার্কোনি যুব সমাজ একটি শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করে। রাজধানী রোমের অলিম্পিক ক্লাব মাঠে প্রায় অর্ধ শতাধিক প্রবাসী বাংলাদেশি নারীরা গৌরবময় সেই পিঠা পুলি বানিয়ে নিয়ে আসেন। বিকাল থেকে রাত পর্যন্ত চলে এই পিঠা উৎসব।

বিজয় করের পরিচালনায় এই সংগঠনের নেতৃবৃন্দ বলেন, হাজার বছরের পুরনো বাংলাদেশিদের ঐতিহ্য ও কৃষ্টি- যা গৌরবের। কিন্তু প্রবাসে অবস্থানগত কারণেই এখানে সেই সংস্কৃতির বিকাশটা নষ্ট না হয়ে যায়, সে কারণেই এই আয়োজন।

তারা আরো বলেন, প্রবাসের এই প্রজন্মদের মাঝে যদি নিজ দেশের সংস্কৃতি ও কৃষ্টির ইতিহাস জানানো যায়- তাহলে তাদের মধ্যে দেশের প্রতি একটি আত্মিকবন্ধনের সৃষ্টি হবে।

উপস্থিত ছিলেন- রোমের রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক, ব্যবসায়িক এবং জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। এই সময় প্রতিটি নারীর জন্যে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, ‘মার্কোনি যুব সমাজ’ একঝাঁক তরুণদের নিয়ে চলছে। এই তরুণেরা তাদের মেধা ও মনন দিয়ে ইতালির রোমের কমিউনিটির জন্য কল্যাণকর কাজগুলো করে যাচ্ছে।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা