করোনায় চীনসহ বিভিন্ন দেশে মৃত্যু ২৯২৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০০
অ- অ+

চীন থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) অ্যান্টার্কটিকা মহাদেশ ব্যতিত সকল মহাদেশে শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বের ৫৪টি দেশ ও অঞ্চলে ধরা পড়েছে ভাইরাসটি। ভয়াবহ আকার ধারণ করা এই ভাইরাসে শুক্রবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯২৩ জনে, যাদের মধ্যে ২৮৩৫ জনই মারা গেছেন চীনে। আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ২০৬ জন।

চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৯২৫২ জন। চীনের বাইরে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এ পর্যন্ত ২ হাজার ৯৩১ জনের শরীরে (কোভিন-১৯) শনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন অন্তত ১৬ জন।

ইতালিতে ৮৮৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২১ জন। হংকংয়ে আক্রান্ত ৯৩, মৃত্যু দুইজনের; জাপানে আক্রান্ত ২৩৪, মৃত্যু পাঁচজনের; সিঙ্গাপুরে ৯৮ জন করোনায় আক্রান্ত; যুক্তরাষ্ট্রে ৬৪ জনের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে। শনিবার এ খবর দিয়েছে করোনা নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটার।

ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে অন্যান্য দেশেও চীনের মতই মৃত্যুহার দেখতে হবে বলে মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করেছেন। উচ্চ থেকে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত বছরের ৩১ ডিসেম্বর হুবেই প্রদেশের উহান শহরে প্রথম এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর চীনের গণ্ডি পেরিয়ে তা বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ে। চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘কোভিড-১৯ দিনে দিনে আক্রমণাত্মক হয়ে উঠছে। মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে দ্রুত। কিছু রোগীর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তাদের মাধ্যমেও ছড়িয়ে পড়ছে।’ এই রোগের কোনো প্রতিষেধক এবং ভ্যাকসিন নেই।

ঢাকা টাইমস/২৯ফেব্রুয়ারি/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগস্ট থেকে ১৫ টাকা কেজিতে চাল পাবে ৫৫ লাখ পরিবার
কাশিয়ানীতে ৭ শিক্ষকের স্কুল থেকে ২০ শিক্ষার্থীর কেউ পাস করেনি
ফরিদপুরে ডিআইজি রেজাউল করিমের সফর: অপরাধ পর্যালোচনা সভা, কল্যাণ সভা ও ড্রিল শেড উদ্বোধন
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ জুলাই স্মরণ অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা