টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৭ রোহিঙ্গা ডাকাত নিহত

টেকনাফ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০২ মার্চ ২০২০, ১২:৫৮ | প্রকাশিত : ০২ মার্চ ২০২০, ১০:৪৯

কক্সবাজারের টেকনাফে জাদিমরা রোহিঙ্গা শিবিরের পাশের পাহাড়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সাতজন নিহত হয়েছেন, যারা রোহিঙ্গা ডাকাত বলে দাবি করছে র‌্যাব।

সোমবার ভোরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি।

র‌্যাব-১৫ সিটিসি-১ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাদিমরা পাহাড়ে কুখ্যাত ডাকাত জকিরের সন্ধানের খবরে ভোরে তিনিসহ র‌্যাবের একটি দল ওই ক্যাম্পের পাশের পাহাড়ে অভিযান চালান। এ সময় পাহাড় থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাতরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে সাত রোহিঙ্গা ডাকাত নিহত হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা না গেলেও তারা রোহিঙ্গা ডাকাত বলে দাবি করছে র‌্যাব।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বেশ কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব।

ঢাকাটাইমস/২মার্চ/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :