আবু রেজা মো. ইয়াহিয়ার বই

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০২ মার্চ ২০২০, ২২:৩২
অ- অ+

মানুষের রহস্যময় মনোজগতের বিশ্লেষক আবু রেজা মো. ইয়াহিয়া। মানুষের অন্তর্নিহিত শক্তি ও মানবিক গুণাবলীর স্ফুরণে একজন ব্যক্তি হয়ে উঠতে পারে জগতে স্মরণীয়। অন্যদিকে, হতাশার করাল গ্রাসে এই মানুষটিই ছিটকে যেতে পারে সাফল্যের পথ থেকে। অনুপ্রেরণা ও দিকনির্দেশনামূলক প্রবন্ধের সমন্বয়ে লেখকের এবারের আয়োজন 'সুখ-সাফল্যের মায়াবী জগৎ'। চিত্রশিল্পী সৈয়দ লুৎফুল হকের প্রচ্ছদ বইটিতে যোগ করেছে দৃষ্টিনন্দন মাত্রা।

জীবননদীতে নিয়তই চলে সাফল্য-ব্যর্থতার জোয়ারভাটা। এ জোয়ার ভাটায় সফলতাকে বেছে নিয়ে সার্থকতার দিকে এগিয়ে যাওয়াই জীবনের উদ্দেশ্য। তবে জীবনের মায়াবী যে জগৎ রয়েছে তাতে প্রবেশ করতে প্রথমেই প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি। মানবমনের রহস্যময় জলাশয়ের গহীনে সুখ ও দুঃখ দুটোই নিত্য খেলা করে। এই রহস্যময় জলাভূমির একটি পরিষ্কার মানচিত্র পাঠকদের সামনে উপস্থাপন করা হয়েছে। লেখকের জীবন থেকে নেয়া অভিজ্ঞতা, দূরদৃষ্টি ও প্রজ্ঞার সমন্বয়ে লেখা এই বইটিকে মলাটবদ্ধ করে প্রকাশ করেছে চয়ন প্রকাশন।

বইটির রচনাদর্শ সত্যিই ব্যতিক্রমী। বইটিতে স্থান পেয়েছে অসাধারণ সব বিষয়বস্তু- নীড় ছোট ক্ষতি নেই আকাশ তো বড়, নিজের দায়িত্ব নিজে নিন, শান্তি কোথা পাই, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, সুখ-দুঃখের সাতকাহন, মানুষ মানুষের জন্য, সময় গেলে সাধন হবে না, হৃদয় দিয়ে হৃদি অনুভব, জীবনের গল্প এতো ছোট নয়, কাজ দিয়ে বুনি স্বপ্নের জাল, পথ আমার গন্তব্য নয়-এবার আমি মানুষ হবো, অবিনশ্বরের তরে নশ্বরের অভিযাত্রা, দুঃখ কিসে যায়, ইতিবাচকতায় সাহস আসে, মহান স্রষ্টায় নিবেদন, জীবন সেতো বহুরুপী, চাপ-তাপ-উত্তাপ, এমপ্যাথি, আশায় বসতি, সফলতার চিরন্তন সূত্র, সফলতার অ আ ক খ, মানুষ চলে মনের বলে, আশা চাই ভালোবাসা চাই, লক্ষ্য হোক অটুট, ভয় কে জয় করে এগিয়ে যেতে হয়, সিদ্ধান্ত সিদ্ধান্তহীনতা আর দীর্ঘসূত্রতা, বর্তমানে বসবাস ও ঈগলের চোখ।

প্রতিটি বিষয়ই জীবনঘনিষ্ঠ যা নিমেষেই একটি পর্ব থেকে পরবর্তী পর্বের দিকে সহজেই টেনে নিয়ে যাবে। লেখক মন-মননে একজন দরদী মানুষ। তিনি স্বপ্ন দেখেন দরদী সমাজ ও মানবিক পৃথিবীর। বইটি পাঠককে সুখ সাফল্য বিষয়ে নতুন করে ভাবতে শেখাবে।

অনলাইন পরিবেশক রকমারির হটলাইন ১৬২৯৭- এ ফোন করে যে কেউ ঘরে বসে বইটি সংগ্রহ করতে পারবেন।

(ঢাকাটাইমস/২মার্চ/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা