মৌলভীবাজারে অস্ত্রসহ আটক ২

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০২০, ২১:২৪

মৌলভীবাজারের কুলাউড়ার সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় অস্ত্রসহ দুজনকে আটক করেছে বিজিবি। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়াইছড়া চা বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার কুকিজুড়ী পুঞ্জির বাসিন্দা ক্ষুদ্র নৃগোষ্ঠী যুবক ইউট (২৫) ও পৃথিমপাশা ইউনিয়নের সিএনজি অটোরিকশাচালক নিতাই দেব (৪৫)।

বিজিবি জানায়, মুড়াইছড়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার নাজমুল হাসানের নেতৃত্বে একটি দল টহলের দায়িত্বে ছিল। তাদের এক অভিযানে ভারতীয় ইয়ারগান (নতুন) ও একটি সিএনজি চালিত অটোরিকশাসহ দুজনকে আটক করে।

আটক ইউট ও তার ভাই কুকিজুড়ী পুঞ্জির মন্ত্রী টু কয়েক বছর আগে আতিয়ার রহমান নামে এক বন কর্মকর্তাকে অস্ত্রের মুখে অবরুদ্ধ করে রাখে। পরে কুলাউড়া থানা পুলিশ, বিজিবি ও স্থানীয় জনপ্রতিনিধিরা ওই বন কর্মকর্তাকে উদ্ধার করেন।

মুড়াইছড়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার নাজমুল হাসান জানান, এ ঘটনায় দুজনকে আসামি করে কুলাউড়া থানায় মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/৪মার্চ/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :