ভোলায় ধর্ষণে বাকপ্রতিবন্ধী অন্তঃসত্ত্বা

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মার্চ ২০২০, ২২:১৬
অ- অ+

ভোলা সদর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে বাকপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করেছে বলে অভিযোগ উঠেছে। ওই নারী স্বামী পরিত্যক্তা এক সন্তানের মা। তাকে বুধবার রাতে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।

খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ওই নারী ও তার স্বজনদের কাছ থেকে প্রাথমিক তথ্য ও সাক্ষ্য নিয়েছে।

ধর্ষিতার স্বজনরা জানান, ভোলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামের স্বামী পরিত্যক্তা বাকপ্রতিবন্ধী নারী তার মায়ের ঘরে একা থাকেন। তার মা জীবিকার তাগিদে তার সন্তানকে নিয়ে গত তিন মাস ধরে ঢাকায় থাকেন। এই সুযোগে এলাকার বখাটে যুবক ফারুক ও আবু মাল ওই প্রতিবন্ধীকে ধর্ষণ করে। এর পর ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গত মঙ্গলবার রাতে বখাটে ফারুক ও আবু মাল নারীর বাড়ি গিয়ে সন্তান নষ্ট করার জন্য তাকে ওষুধ খাওয়ায়। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে বুধবার রাতে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সদর হাসপাতালের সহকারী সার্জন ডা. অরচিতা দাস জানান, রোগীর পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে। যথা সময়ে আমরা আদালতের কাছে রিপোর্ট হস্তান্তর করব।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে আমরা ভিকটিম ও তার স্বজনদের বক্তব্য রেকর্ড করেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ধর্ষিতার পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৫মার্চ/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
এরশাদের স্মরণসভায় ঐক্যবদ্ধ জাপার ঘোষণা পাঁচ অংশের শীর্ষ নেতাদের
নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না: মোস্তফা জামান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা