নারীদের দুর্বল মনে করে ৯০ শতাংশ মানুষ

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২০, ১৭:১১
অ- অ+
ফাইল ছবি

বিশ্বের প্রায় ৯০ শতাংশ মানুষ শিক্ষা, কর্মক্ষেত্র ও রাজনীতিতে অংশগ্রহণ বিষয়ে নারীদের চেয়ে পুরুষদের ওপরই বেশি ভরসা করেন৷ জাতিসংঘের এক নতুন প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য৷

যে গবেষণা এই প্রতিবেদনের ভিত্তি, সেই জরিপে রয়েছে বিশ্বের ৭৫টি দেশের তথ্য৷ প্রতিবেদনটি জানাচ্ছে, বিশ্বের প্রায় ৯০ শতাংশ মানুষ এখনো নারীদের চেয়ে পুরুষদের প্রতি বেশি পক্ষপাতদুষ্ট৷

শুধু তাই নয়, প্রতিবেদনটি বলছে, বিশ্বের ৩০ শতাংশ মানুষের মতে, স্বামীর হাতে স্ত্রীর প্রহৃত হওয়ার পেছনে অবশ্যই কোনো না কোনো যুক্তি রয়েছে৷

জাতিসংঘের মানব উন্নয়ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা পেড্রো কনসেইসাওর মতে, বিভিন্ন ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণের মতো বিষয়ে গত কয়েক বছরে উন্নতি হলেও ক্ষমতার ব্যাপক ব্যবধান থাকায় এখনও রয়ে গেছে লিঙ্গভিত্তিক বৈষম্য৷ অব্যাহত রয়েছে নারীদের পিছিয়ে পড়ার ধারা৷

কয়েক দশক ধরে নারীর ক্ষমতায়নের উদ্দেশ্যে নানা প্রকল্প বাস্তবায়ন করা সত্ত্বেও এখনও বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যার মতে নারীরা পুরুষদের তুলনায় দুর্বল রাজনৈতিক নেতৃত্ব দিয়ে থাকেন৷

বর্তমান বিশ্বের সংসদ আসনের মাত্র ২৪ শতাংশ রয়েছে নারীদের দখলে৷ অন্যদিকে, বিশ্বের ব্যবসায়ী সংস্থাগুলোর মাত্র ছয় শতাংশের শীর্ষে রয়েছেন নারীরা৷

জাতিসংঘের এই প্রতিবেদন অনুযায়ী, জর্ডান, কাতার, নাইজেরিয়া, পাকিস্তান ও জিম্বাবোয়েতে নারীরা ক্ষমতা থেকে সবচেয়ে বেশি দূরে অবস্থান করেন৷ উল্টোদিকে, অ্যান্ডোরা, নেদারল্যান্ডস, নরওয়ে ও সুইডেনে নারী-পুরুষের মধ্যে সবচেয়ে কম লিঙ্গবৈষম্য রয়েছে৷ –ডয়চে ভেলে

(ঢাকাটাইমস/০৬মার্চ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা