তিন দিনব্যাপী রবীন্দ্র পরিষদের জাতীয় সম্মেলন শুরু

মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে শুভ উদ্বোধন হলো জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের ৩৯তম জাতীয় সম্মেলন। তিন দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে ৮ মার্চ রবিবার।
শুক্রবার বিকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে সম্মেলন উদ্বোধন করেন ভাষা সৈনিক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক কামাল লোহানী।
সভাপতিত্বে করেন রবীন্দ্র পুরস্কার পরিষদের নির্বাহী সভাপতি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিয়ার রহমান।
স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্র পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল হোসেন ও সিরাজগঞ্জ রবীন্দ্র পরিষদের সাধারণ সম্পাদক নুর-ই আলম হীরা।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টিএম সোহেল।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ড. জান্নাত আরা তালুকদার হেনরী জানান, দেশের রবীন্দ্র পরিষদের ৮৪টি শাখার প্রায় এক হাজার শিল্পী ও রবীন্দ্র ভক্তরা সম্মেলনে এসেছেন। প্রতিদিন সন্ধ্যায় রবীন্দ্র সঙ্গীতসহ পঞ্চকবির গান পরিবেশন করা হবে।
(ঢাকাটাইমস/৬মার্চ/এলএ)

মন্তব্য করুন