বিরামপুরে ২২৩ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মার্চ ২০২০, ২১:২০

দিনাজপুরের বিরামপুরে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক নেতা ও ২২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে ধ্বনিত হয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ পাঠ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অনুষ্ঠান হয়।

৭ মার্চ উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানের সভাপতিত্বে এসময় আরো ছিলেন- উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মণ্ডল মেজবা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মণ্ডল, সহসভাপতি নাড়ু গোপাল কুণ্ডু, দিলীপ কুমার কুণ্ডু, শিবেস কুমার কুণ্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আরমান হোসেন ও বিরামপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক সাইদুর রহমান প্রমুখ।

(ঢাকাটাইমস/৭মার্চ/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :