এএফসি কাপ
অভিষেক ম্যাচে জয় চায় বসুন্ধরা

এএফসি কাপে আগামীকাল (বুধবার) অভিষেক হচ্ছে বসুন্ধরা কিংসের। এএফসি কাপের ‘ই’ গ্রুপের ম্যাচে এদিন বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ মালদ্বীপের শক্তিশালী ক্লাব টিসি স্পোর্টস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে তিনটায়। এই ম্যাচের মাধ্যমেই ঢাকার মাঠে অভিষেক হতে যাচ্ছে আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক ফুটবলার হার্নান বার্কোসের।
অভিষেক আসরেই ভালো ফলাফল করতে চায় বসুন্ধরা কিংস। দলটির কোচ অস্কার ব্রুজোন বলেছেন, ‘আমরা জয় ছাড়া অন্য কিছু ভাবছি না। আমাদের ভালো দল। স্থানীয় ও বিদেশি ভলো মানের খেলোয়াড় আছেন। যদিও লিগে আমরা প্রত্যাশানুযায়ী ফলাফল পাচ্ছি না। তবে এএফসি কাপ অন্য একটি ক্ষেত্র। আমরা ম্যাচটি অবশ্যই জিততে চাই।’
এশিয়ান ফুটবল কনফেডারেশন আয়োজিত এই স্তরের প্রতিযোগিতায় এর আগে মোহামেডান, আবাহনী, শেখ জামাল, শেখ রাসেল, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও ব্রাদার্স ইউনিয়ন খেলেছে। এবার তাদের কাতারে যোগ হচ্ছে বসুন্ধরা কিংসের নাম।
বসুন্ধরা কিংস এএফসি কাপ নিয়ে খুবই সিরিয়াস। যে কারণে, ক্লাবটি কলিন্দ্রেসের মতো একজন তারকা খেলোয়াড় থাকার পরও তারা উড়িয়ে এনেছে আর্জেন্টিনা থেকে হার্নান বার্কোসকে। যিনি আর্জেন্টিনা জাতীয় দলেও খেলেছেন মেসির সতীর্থ হয়ে।
(ঢাকাটাইমস/১০ মার্চ/এসইউএল)

মন্তব্য করুন