বিশ্বকাপের ফাইনাল দেখা দর্শক করোনায় আক্রান্ত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০২০, ১৬:৪৩| আপডেট : ১২ মার্চ ২০২০, ১৬:৫৯
অ- অ+

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে আসা এক দর্শকের শরীরে এবার ধরা পড়ল করোনাভাইরাসের অস্তিত্ব। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ম্যানেজমেন্টের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। তবে সেই ব্যক্তির থেকে অন্যান্যদের কারও শরীরে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা কম বলেই জানা গিয়েছে।

গত ৮ মার্চ মেলবোর্নে অনুষ্ঠিত হয়েছিল ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার নারীদের টি- টোয়েন্টি ফাইনাল ম্যাচ। এমসিজিতে সেদিন ৮৬ হাজার ১৭৪ জন উপস্থিত ছিলেন। সেই দর্শকদের মধ্যে একজনের নমুনা পরীক্ষা করে জানা গিয়েছে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। সেই ব্যক্তি এমসিজির নর্দার্ন স্ট্যান্ডে বসেছিলেন।

অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউমান সার্ভিসেস-এর তরফে অবশ্য জানিয়ে দেওয়া হয়েছে, সেদিন ওই স্ট্যান্ডে যাঁরা উপস্থিত ছিলেন তাঁদের শরীরে ছড়িয়ে পড়ার আশঙ্কা কম। তাঁদের শারীরিক অবস্থা দিকে নজর দিতে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/১২ মার্চ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় বিএনপি কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় মামলা 
সৌদি বাদশাহ সালমানের খরচে এক হাজার ফিলিস্তিনিকে হজের আমন্ত্রণ
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল স্টারলিংক
চাঁদপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা