ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে পরিত্যক্ত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০২০, ১৮:২০
অ- অ+

বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে ধর্মশালার ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে ম্যাচ। এ রকম একটা আশঙ্কা আগে থেকেই ছিল। সেই আশঙ্কাই এবার সত্যি হল। বৃষ্টির জেরে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হলো। বৃহস্পতিবার ম্যাচে একটি বলও খেলা হলো না।

এদিন দুপুর একটায় টস হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময়ে হালকা বৃষ্টি হওয়ায় নির্ধারিত সময়ে টস হয়নি। দুপুর সোয়া একটা নাগাদ মাঠ পর্যবেক্ষণের কথা ছিল। কিন্তু বৃষ্টি কিছুতেই থামেনি। ফলে দীর্ঘ প্রতীক্ষার পরে বিকাল সাড়ে পাঁচটা নাগাদ প্রথম ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ভরাডুবি ঘটেছিল ভারতের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হারের দুঃস্বপ্ন বিরাট কোহলিরা ভুলতে পারেন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে। প্রথম ম্যাচই পরিত্যক্ত হয়ে যাওয়ায় দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের দিকে তাকিয়ে দুদল।

গত বছর ধর্মশালাতেই ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ছিল। কিন্তু প্রবল বৃষ্টিতে ধুয়ে যায় সেই ম্যাচ। একটি বলও খেলা হয়নি। এবারও আগের বছরেরই পুনরাবৃত্তি ঘটল।

(ঢাকাটাইমস/১২ মার্চ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের পরিকল্পনা হতো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়: সাবেক আইজিপি
পলাতক যুগ্মসচিব ধনঞ্জয়কে বরখাস্ত করল সরকার, আছে দুর্নীতির মামলা
রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি, ভাঙচুর-অগ্নিসংযোগে আহত ২০
এশিয়াটিকের দুর্নীতির তদন্তে দুদককে হাইকোর্টের নির্দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা