কোয়ারেন্টাইনে না থাকায় মৌলভীবাজারে তিন প্রবাসীকে জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ মার্চ ২০২০, ২২:৫২

করোনাভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা লঙ্ঘনের অপরাধে মৌলভীবাজারে তিনজনকে জরিমানা করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুরে মৌলভীবাজার শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন। তিনজনকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন, সরকার ঘোষিত কোয়ারান্টাইনে থাকার নির্দেশনা লঙ্ঘনের অপরাধে তিনজনকে জরিমানা করা হয়েছে। দয়া করে কেউ কোয়ারান্টাইনে থাকার নির্দেশনা লঙ্ঘন করবেন না।

মৌলভীবাজার জেলায় এ পর্যন্ত ১৫১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা বেশিরভাগই বিদেশফেরত।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বলেন, আমরা মানুষকে সচেতন করতে কাজ করছি। এলাকার মানুষ কাজ ছাড়া বাইরে বের হবেন না। ভিড় এড়িয়ে চলুন। করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলুন।

(ঢাকাটাইমস/১৮মার্চ/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :