রাজাপুরে টেম্পো উল্টে যাত্রী নিহত, আহত ১৫

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২০, ২২:৫৩
অ- অ+

ঝালকাঠির রাজাপুরের নৈকাঠি-ভান্ডারিয়া সড়কের আমতলা বাজার এলাকায় বুধবার বিকালে নিয়ন্ত্রন হারিয়ে টেম্পো উল্টে মনিন্দ্র নাথ বড়াল (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ অন্তত ১৫ জন আহত হন।

নিহত মনিন্দ্র নাথ উপজেলার নৈকাঠি গ্রামের শান্তি ভুষণ বড়ালের ছেলে। এ দুর্ঘটনায় মনিন্দ্র নাথের স্ত্রী মঞ্জু রাণী বড়ালও আহত হন। আহতরা রাজাপুর, ভান্ডারিয়া ও স্থানীয় ফার্মেসি থেকে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভান্ডারিয়া থেকে ১৮ জনেরও বেশি যাত্রী নিয়ে রাজাপুরের নৈকাঠির উদ্দেশ্যে যাচ্ছিল, পথে আমতলা বাজার এলাকায় পৌঁছলে অতিরিক্ত যাত্রী বহনের কারনে টেম্পোটি যাত্রীসহ উল্টে যায়।

রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক মাহজাবিন আহম্মেদ জানান, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের সময় মনিন্দ্র নাথ বড়ালকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয় এবং আহত তার স্ত্রী মঞ্জু রাণী বড়ালকে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশকে জানানো হয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/১৮মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৩ হাজার ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহী ট্রাফিক পুলিশের হাতে গ্রেপ্তার
প্রশাসনে নতুন-পুরনো ভূত লুকিয়ে, দেশ টেকাতে সচেতন হোন: তারেক রহমান
মিটফোর্ড হত্যায় বিএনপির নামে রংচং দেয়ার চেষ্টা চলছে: রিজভী
মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি মির্জা ফখরুলের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা