করোনায় স্থগিত ফিফার ক্লাব বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মার্চ ২০২০, ১২:৫১
অ- অ+

করোনায় আটকে গেছে পুরো বিশ্ব, বাদ নেই ক্রীড়াঙ্গনও। কোভিড-১৯’র তোপে কাঁপছে আন্তর্জাতিক সব ক্রীড়া কার্যক্রম। একে একে বাতিল হচ্ছে দেশ-বিদেশের সব তুমুল জনপ্রিয় টুর্নামেন্ট। ইউরো ২০২০ ও কোপা আমেরিকার পর এবার স্থগিত হলো ফিফার ক্লাব বিশ্বকাপ আসর। ২০২১ সালে ২১ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৮তম আসর। এখনো হাতে এক বছরেরও বেশি সময় ছিল। এছাড়াও এ ভাইরাসের কারণে আপাতত স্থগিত হয়ে গেছে এএফসি কাপের সব ম্যাচ।

কিন্তু আয়োজক দেশ চীন হওয়ায় ঝুঁকি থাকায় টুর্নামেন্ট স্থগিত করতে বাধ্য হলো ফিফা। পরবর্তীতে কবে হবে এ আসর তা এখনো নির্ধারণ করেনি ফিফা। তবে পিছিয়ে ২০২২ বা ২০২৩ এ করার কথা ভাবছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। তবে পরিস্থিতি খারাপ হলে ভেন্যু পরিবর্তনের কথাও মাথায় আছে ফিফার। ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নেয় ৭টি ক্লাব।

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস (কোভিড-১৯) এখন পর্যন্ত ১০ হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে। ভাইরাসটি এখন পর্যন্ত মোট ১৭৯টি দেশে সংক্রমিত হয়েছে। আর এসব দেশে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৬১৩ জন। মারা গেছে ১০ হাজার ৪৮ জন। তবে আক্রান্তদের মধ্যে ৮৮ হাজার ৪৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

(ঢাকাটাইমস/২০ মার্চ/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা