ঠাকুরগাঁওয়ে সব পার্ক বন্ধের নির্দেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ মার্চ ২০২০, ১৬:১১

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বপ্নজগৎ, মোহিনীতাজসহ ঠাকুরগাঁওয়ের সব পিকনিক স্পট বন্ধ করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এইসব স্পট বন্ধ রাখার নির্দেশ দেন।

ইউএনও জানান, ঠাকুরগাঁও-রুহিয়া পাকা সড়কের পাশে আকচা ইউনিয়নের বুড়িরবাঁধ ব্রিজ সংলগ্ন এলাকায় পিকনিক স্পট ‘স্বপ্নজগৎ’, কল্পনা পিকনিক স্পট, একই ইউনিয়নের ফাঁড়াবাড়ি এলাকায় চিটাগাং পার্ক, সদর উপজেলার চিলারং ইউনিয়নে মোহিনী তাজ, পীরগঞ্জ পৌরসভার সন্নিকটে ফানসিটিসহ বিভিন্ন পিকনিক স্পটে যেখানে জনসমাগম ঘটে সেসব স্পট বন্ধ রাখার জন্য পার্ক পরিচালনাকারীদের নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশ অমান্য করে চালু রাখলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২০মার্চ/কেএম/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :