ভোট দিতে পারেননি জাপা প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ মার্চ ২০২০, ১৬:৪৩

ঢাকা-১০ উপনির্বাচনে সব কেন্দ্র থেকে জাতীয় পার্টির এজেন্টদের সরকারি দলের নেতাকর্মীরা বের করে দিয়েছেন বলে অভিযোগ করেছে দলটি। এছাড়া প্রার্থী হাজী মো. শাহজাহানকে লাঞ্ছিত করা হয়েছে এবং তিনি একাধিক কেন্দ্রে গিয়েও ভোট দিতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার ঢাকা-১০ আসনের উপনির্বাচনের এই প্রার্থী ভোট দিতে যান। তিনি অভিযোগ করেন, ‘জরিনা সিকদার ভোটকেন্দ্রে, জিগাতলা কুইন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে আমাকে লাঞ্ছিত করে বের করে দেয়া হয় এবং আমার ছেলেকেও বের করে দেয়া হয়।’

জাপা প্রার্থী বলেন, ‘নির্বাচন কমিশনে মৌখিক অভিযোগ করেছি। লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছি।’

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির মধ্যেই ঢাকা-১০ এবং আরও দুটি আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে শনিবার। করোনা আতঙ্কে ভোটার উপস্থিতি খুবই কম।

(ঢাকাটাইমস/২১মার্চ/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :