অবৈধভাবে ইতালি পাঠানোর চক্রের হোতা গ্রেপ্তার, উদ্ধার ৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২০, ১৮:১৬
অ- অ+

অবৈধভাবে ইতালি পাঠানো একটি চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)। এ সময় উদ্ধার করা হয়েছে আটজনকে।

শুক্রবার দিবাগত রাতে রাজধানীর দক্ষিণখানে নোয়াখালী গেস্ট হাউজ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

সিআইডি জানায়, চক্রটি ইতালি পাঠানোর জন্য লোক জোগাড় করতো। প্রথমে তাদের দুবাই পাঠানো হতো। পরে তাদেরকে লিবিয়ায় পাঠিয়ে সেখান থেকে সমুদ্র পথে অবৈধভাবে ইতালি পাঠানো হতো। এ পাচারকারী চক্রেরমূল হোতা মোহাম্মদ আজিজ ওরফে আজিজুল হক।

গ্রেপ্তার আজিজ আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের হোতা হিসেবে এজাহারভুক্ত আসামি।

সূত্র জানায়, সিআইডির বিশেষ পুলিশ সুপার নাসির উদ্দিনের নির্দেশনা ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ আবু যাহিদের তত্ত্বাবধানে একটি টিম তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করছে। তাদের দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকাটাইমস/২১ মার্চ/এএ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চিত্রনায়ক জসীমপুত্র রাতুলের অকালমৃত্যু
উত্তরায় বিমান দুর্ঘটনা: বিদেশি চিকিৎসকদের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা
ইসির ৭১ কর্মকর্তাকে বদলি
সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার চারজনকে সাতদিনের রিমান্ডে পেল পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা