করোনা: কুমুদিনীর দেড় শতাধিক সেবিকার হাসপাতাল ত্যাগের চেষ্টা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ মার্চ ২০২০, ২২:৪৮

টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে করোনা আতঙ্কে কর্মরত সেবিকারা হাসপাতাল ত্যাগের চেষ্টা করেন। শনিবার বিকাল থেকে কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজের প্রায় দেড় শতাধিক সেবিকা হাসপাতাল ত্যাগের চেষ্টা করেন বলে জানা গেছে।

গত দুই দিন আগে শ্বাসকষ্ট নিয়ে কুমুদিনী হাসপাতালে একজন রোগী ভর্তি হন। কিন্ত ওই রোগীকে কর্মরত চিকিৎসকরা এড়িয়ে চলায় সেবিকাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা একযোগে প্রায় দেড় শতাধিক সেবিকা তাদের তল্পীতল্পা নিয়ে বিকালে হাসপাতাল গেইট দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। হাসপাতালে কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা তাদের আটকে ঊর্ধ্বতন কর্তপক্ষকে অবহিত করেন। এ সময় তারা বাধাপ্রাপ্ত হয়ে হাসপাতালের পুরাতন ডক্টরস ক্লাবের সামনে অবস্থান নেন।

এদিকে সেবিকাদের হাসপাতাল ত্যাগের চেষ্টার খবর পেয়ে কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিম, কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল রিনা ক্রুস, কুমুদিনী হাসপাতালের এজিএম অনিমেশ ভৌমিক আতঙ্কিত সেবিকাদের সঙ্গে এসে কথা বলেন।

আতঙ্কিত সেবিকারা রোগীদের সেবা দিতে তাদের সুরক্ষা পোশাক ও সরঞ্জাম না থাকার অভিযোগ করলে পরিচালক ডা. প্রদীপ কুমার রায় তাদের সুরক্ষায় সকল প্রকার সরঞ্জাম সরবরাহের আশ্বাস দেন। এসময় তিনি তাদের জানান, দুই একদিনের মধ্যে বিদেশ থেকে উন্নত মানের ৪ শতাধিক সুরক্ষা পোশাক হাসপাতালে এসে পৌঁছাবে।

এ ব্যাপারে কুমুদিনী হাসপাতালের এজিএম অনিমেষ ভৌমিক জানান, কর্তপক্ষ তাদের দাবি পূরণের আশ্বাস দিলে সেবিকারা নিজ নিজ কাজে ফিরে গেছেন।

(ঢাকাটাইমস/২১মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

জাতীয় শিক্ষা সপ্তাহে চার ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন আলফাডাঙ্গা আদর্শ কলেজের

ডোমারে বিএনপির ভোট বর্জনের ডাক 

ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী রুটে দুই কমিউটার ট্রেন উদ্বোধন

চুয়াডাঙ্গায় দশ কেজি গাঁজাসহ দুই  মাদককারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি

মফস্বল সাংবাদিকেদের ওয়েজ বোর্ডের আওতার আনার দাবি

আ.লীগ বিভ্রান্তিকর কথা বলে নিজেদের ভেতরকার অস্থিরতা আড়াল করছে: প্রিন্স

‘ওরাল ক্যান্সার’ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর

‘মনে হয় আত্মহত্যা করি, তাতে যদি বেঁচে যাই!’

ফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেলের ডা. মাহমুদুল হাসান

এই বিভাগের সব খবর

শিরোনাম :