স্লোভেনিয়ায় করোনায় আরো একজনের মৃত্যু

রাকিব হাসান, স্লোভেনিয়া
 | প্রকাশিত : ২৩ মার্চ ২০২০, ২২:১০

করোনাভাইরাসের প্রভাবে স্লোভেনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ম্যাটলিকায় আরো একজনের মৃত্যু হয়েছে। রবিবার (২২ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় স্লোভেনিয়ার স্বাস্থ্যমন্ত্রী টমাজ গ্যানটারের পক্ষ থেকে এ তথ্যটি নিশ্চিত করা হয়। তবে স্থানীয় বেশকিছু গণমাধ্যমে বলা হচ্ছে যে, এ ব্যক্তি সম্প্রতি প্যারিস ভ্রমণ করেছিলেন। এ নিয়ে এখন পর্যন্ত স্লোভেনিয়াতে দুজন মারা গেছেন।

টমাজ গ্যানটারের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের দুজনেরই বয়স ছিল ৯০ এর বেশি এবং তারা বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

অন্যদিকে স্লোভেনিয়াতে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জন কোবিড-১৯ খ্যাত নোভেল করোনাভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছেন। এ নিয়ে স্লোভেনিয়াতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪০০ ছাড়ালো। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত স্লোভেনিয়াতে ৪১৪ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সম্পূর্ণ স্লোভেনিয়াকে লকডাউন করার ঘোষণা দেয়া হয়, যা এখনো কার্যকর রয়েছে।

(ঢাকাটাইমস/২৩মার্চ/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :